ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৭ সাফ সেমিতে উঠেছে বাংলাদেশ। গতকাল থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’র শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। আর এতে সেমিফাইনাল নিশ্চিত হয় কোচ সাইফুল বারী টিটুর দলের।
প্রথম ম্যাচে ভারতের কাছে হার। মালদ্বীপের সঙ্গে দ্বিতীয় ম্যাচে ১-১ গোলের ড্রয়ে ঝুলে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সেমিফাইনালের সম্ভাবনা। শেষ চারে খেলাটা ছিল ভারতের হাতেই। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে শুধু জিততেই হতো না, ব্যবধানটাও দুই গোলের হতে হবে। এই সমীকরণ মিললেই কেবল সেমির মঞ্চে পা রাখবে লাল-সবুজের জার্সিধারীরা।
কিশোর সাফের এই আসরে শেষ চারে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।