ঢাকাবুধবার, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে সুখবর দিল বিসিবি

Editor
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত এক গার্মেন্টকর্মী হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। তবে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে নাকি আশ্বস্ত করা হয়েছে, সাকিবকে অযথা হেনস্তা করা হবে না।

রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব আল হাসান। অনেকেরই ধারণা, খুনের মামলায় গ্রেপ্তার হওয়ার ভয়েই ফিরছেন না তিনি। যে কারণে আগামী মাসে দেশের মাটিতে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিস হওয়ারও শঙ্কা রয়েছে তাঁর।

প্রবল আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় সাকিব কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলায় ব্যস্ত ছিলেন। সেখান থেকে তিনি সরাসরি পাকিস্তান গিয়েছিলেন টেস্ট সিরিজ খেলতে। টেস্ট সিরিজ শেষে পুরো দল দেশে ফিরে এলেও সাকিব চলে যান ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে। ইংল্যান্ড থেকে তিনি ভারতের চেন্নাইয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেন। দ্বিতীয় টেস্ট খেলার জন্য এখন তিনি দলের সঙ্গে কানপুরে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।